Header Ads

নরসিংদীর মনোহরদীতে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক শহীদ মিনার উদ্বোধন

Amp newsportal

নরসিংদীর মনোহরদীতে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় মনোহরদী সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
শহীদ মিনারটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে মনোহরদী পৌরসভা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক। এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফজলুল হক, নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লায়ন এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ৫২’র ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী সালাম, রফিক, বরকতসহ সকল ভাষা শহীদরা চির অমর। তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। বাংলা ভাষা যত দিন থাকবে ততদিন তাদেরকে সকলে সম্মানের সাথে স্মরণ করবে।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.