মনোহরদী উপজেলার" চরনারান্দীতে প্রথম করোনা রোগী সনাক্ত "
Amp newsportal
নরসিংদীর মনোহরদী উপজেলাতে একজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তিনি উপজেলা শুকুন্দী ইউনিয়নের চরনারান্দী গ্রামের বাসিন্দা কফিলউদ্দীন মাস্টার।
আজ সোমবার মনোহরদী উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করে।
ডাঃ রাশেদুল হাসান মাহমুদ জানান, গত ১১ এপ্রিল ওই ব্যক্তি শরীরে জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ সোমবার রিপোর্ট আসে যে তিনি করোনা ভাইরাস পজেটিভ। এর পরই তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তার পরিবারের অন্য সদস্যেরও নমুনা সংগ্রহ করা হবে।
তিনি বলেন, ‘এ পর্যন্ত ২২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে ১২ জনের রিপোর্ট আসার পর একজনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।’ মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন, ‘করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ওই বাড়ি লকডাউন করা হয়েছে।’
No comments