Header Ads

নরসিংদী শিবপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

Amp newsportal


শিবপুর সংবাদদাতাঃ নরসিংদীর শিবপুরে মেহেদী হাসান উদয় (২৩) নামের এক কলেজ ছাত্রকে একদল দুর্বৃত্ত্ব কুপিয়ে হত্যা করেছে।১১ ডিসেম্বর বুধবার সাড়ে ৫টার দিকে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উল্টো পাশের গলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বলতে পারছেন না নিহতের স্বজনরা। নিহত মেহেদী শিবপুরের ডাকবাংলো এলাকার মোস্তফা ভেন্ডারের ছেলে। তিনি নরসিংদী মডেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর রাজধানীর তেজগাঁও পলিটেকনিকে পড়াশোনা করতেন। নিহত মেহেদী ঘটনার সময় ওই স্থানে ব্যাডমিন্টন খেলতে এসেছিলেন। হত্যাকাণ্ডের এই ঘটনায় মেহেদীর বাবা মোস্তফা ভেন্ডার ও মা বিউটি বেগম শোকে বাকরুদ্ধ হয়ে আছেন। নরসিংদী জেলা হাসপাতালে থেকে থেকে চোখের জল ফেলছেন তারা। অঝোরে কান্না করতে দেখা গেছে মেহেদীর ছোটবোন তাছলিমা আক্তারকে। মেহেদীর প্রায় শতাধিক বন্ধু হাসপাতালে এসে তার বাবা-মাকে শান্তনা দেওয়া চেষ্টা করছেন।
মেহেদীর কয়েকজন বন্ধু ও পরিবারের সদস্যরা জানান, গত ১৫ দিন ধরে পাইলট স্কুলের উল্টো পাশের গলির ভেতরে কোর্ট কেটে ৭/৮ জন বন্ধু ব্যাডমিন্টন খেলত। বুধবার সন্ধ্যার আগে মেহেদী সেখানে খেলতে আসে। মোমেন, টুটুল, রাখিল ও নাইম নামের আরও চার বন্ধু সেখানে আগেই উপস্থিত ছিল। হঠাৎ ১৫/২০ জন যুবক হাতে দা, ছুরি, চাপাতি ও পিস্তল নিয়ে দৌঁড়ে এসে মেহেদীকে আক্রমন করে। ওই সময় মেহেদী দৌঁড় দিলে তারাও পিছনে ছুটে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে ওই চার বন্ধু তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে পুরান্দিয়া নামক স্থানে তার মৃত্যু হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ওই চার বন্ধু জানান, তাকে ধরে ফেলার পর সজীব নামের একজন রড দিয়ে মাথায় আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়লে বাকীরা মিলে রড ও বেল্ট দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। ওই সময় হৃদয় ও শিহাব নামের দুজন মিলে তার শরীরের বিভিন্ন অংশে ৬/৭ জায়গায় ছুরিকাঘাত করে। পরে রাব্বি নামের একজন সর্বশক্তি দিয়ে শরীরে রডের আঘাত করলে সে নিস্তেজ হয়ে যায়। হামলাকারীদের ১০/১২ জনের মুখে মুখোশ ছিল। হামলাকারীদের মধ্যে গালিব, রিফাত ও সিফাত নামের আরও তিনজনকে চিনতে পেরেছি আমরা। তারা সবাই শিবপুরের ভূঁইয়া মার্কেট এলাকার বখাটে ছেলে।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিপা পাল জানান, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার পিঠ ও কোমরের ওপরের দিকে এবং নাভির কাছাকাছি বেশ কিছু আঘাতের চিহ্ন পেয়েছি আমরা।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, হামলাকারীদের কয়েকজন নিহত মেহেদীর ছোটবেলার বন্ধু ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.