Header Ads

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য ৫ বাস উপহার দিবেন নরসিংদী মনোহরদীর হাতেমতাই কাদির মোল্লা

Amp newsportal
যাতায়াত সমস্যা লাঘব করতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য ৫টি বাস উপহারের ঘোষণা দিয়েছেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নরসিংদী মনোহরদীর ধানবীর আব্দুল কাদির মোল্লা। এর আগেও এই দানবীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানকে বাস দেওয়ার কথা ঘোষণা করেন।

বুধবার তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে আব্দুল কাদির মোল্লাকে কলেজের ছাত্র ও শিক্ষক কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি এই উপহারের ঘোষণা দেন।

একই সঙ্গে পরবর্তী সময়ে তিতুমীর কলেজের অবকাঠামোগত নির্মাণে সহযোগিতার আশ্বাসও দেন মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান কাদির মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদির মোল্লা শিক্ষার্থীদের তার জীবনের উত্থান-পতন এবং সফলতার গল্প শোনান।

তিনি বলেন, মাত্র একশত ষাট টাকা জোগাড় করতে না পারায় মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্কস পেয়েও আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারিনি। দারিদ্রের কষাঘাতে জর্জরিত জীবনে একের পর এক জীবনযুদ্ধে অবতীর্ণ হয়েছি। একে একে পরিবারের সবাইকে হারিয়েছি। স্বাধীনতা পরবর্তী ১৯৭৪ সালের দুর্ভিক্ষে বিনা খাবারে বিনা চিকিৎসায় আমার বাবা মারা যায়। তারপর আমার মা-কে হারাই। এত কিছুর পরও হতাশ হইনি। তাই সমস্যার সমাধান খুঁজে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাস্তবতা মেনে নিতে হবে তবে হার মানা যাবে না।

সভাপতির বক্তব্যে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন বলেন, আব্দুল কাদির মোল্লার ব্যক্তিগত জীবন থেকে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করতে হবে। যুদ্ধে জয়ী হওয়ার জন্য ছুটতে হবে।  শিক্ষার্থীদের সংকট নিরসনে ভূমিকা রাখায় কলেজের পক্ষ কাদির মোল্লাকে ধন্যবাদের পাশাপাশি তার কর্মের ভূয়সী প্রশংসা করেন।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোসা. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল প্রমুখ।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.