Header Ads

মনোহরদীর পশ্চিম বীরগাঁও বালিকা দাখিল মাদ্রাসা এর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ-২০২০ অনুষ্ঠিত

Amp newsportal
মনোহরদীর পশ্চিম বীরগাঁও বালিকা দাখিল মাদ্রাসা এর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ-২০২০ অনুষ্ঠিত

অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০২০খ্রি. মঙ্গলবার মনোহরদী থানাধীন পশ্চিম বীরগাঁও বালিকা দাখিল মাদ্রাসা এর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ-২০২০ এ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশর শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবা জাবেদ, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)।

এ সময় পুলিশ সুপার উপস্থিত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে জঙ্গীবাদে জড়িয়ে না পড়ে সেদিকে সর্তক দৃষ্টি রাখার জন্য মাদ্রাসার শিক্ষকদের আহবান জানান। শিক্ষার্থীরা যাতে মাদ্রাসায় ধর্ম বিরোধী কোন অপপ্রচার বা আলাপ আলোচনা চালাতে না পারে সে দিকে শিক্ষক ও অভিভাবকদের নজরদারী বৃদ্ধি করার জন্যও বলেন। এছাড়াও মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদসহ ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান পুলিশ সুপার, নরসিংদী।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.