Header Ads

নরসিংদী পলাশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত

Amp newsportal

নিউজ ডেস্ক :নরসিংদীতে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ওই রোগী পলাশ উপজেলার ডাঙ্গা ইসলামপাড়া এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জের একজন চাকুরিজীবী বলে জানা গেছে। 
সোমবার  রাতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এবং নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন। 
তারা জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে চাকুরি করেন। করোনা উপসর্গ দেখা দেয়ার পর দুইদিন আগে তিনি নিজেই ঢাকায় গিয়ে পরীক্ষা করান। এতে তার করোনাভাইরাস পজেটিভ আসে। আমরা এখন তার বাড়িতে যাচ্ছি, সেখানে গিয়ে সিদ্ধান্ত নেবো তাকে বাসায় রেখে চিকিৎসা করা হবে না কী আইসোলেশনে পাঠানো হবে।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.