Header Ads

নরসিংদী শিবপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে খোলা মাঠে বাজার বসালেন থানা পুলিশ

Amp newsportal
নরসিংদী শিবপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে খোলা মাঠে বাজার বসালেন থানা পুলিশ

     করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে যারা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে বাজারে আসছেন তাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শিবপুর কলেজ গেইট কাঁচা বাজারকে ধানুয়া পতিত জমিতে স্থানান্তর করা হয়েছে।

      বাজারে আসা লোকদেরও পুলিশ লাইন ধরিয়ে বাজারে প্রবেশ করে দিচ্ছে। তাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড় করানো হচ্ছে, যাতে করে ক্রেতাদের একজনের সঙ্গে আরেকজনের সামাজিক দূরত্ব বজায় থাকে।

      পর্যায়ক্রমে জেলা পুলিশ, নরসিংদীর উদ্যোগে একইভাবে যেসব বাজারে ক্রেতা সমাগম বেশী হয় সে বাজার গুলোকে পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় স্থানান্তর করা হবে।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.