Header Ads

ফোন কলে ত্রান পৌঁছে দিল মনোহরদী থানা পুলিশ"

Amp newsportal
"ফোন কলে ত্রান পৌঁছে দিল মনোহরদী থানা পুলিশ"

অদ্য ২৭/০৪/২০২০ ইং তারিখ মনোহরদী থানাধীন পীরপুর গ্রাম থেকে
আমান উল্লাহ (৫৫) পিতা- মৃত আব্দুল আউয়াল, মনোহরদী থানার অফিসার ইনচার্জের মোবাইল ফোনে কল করিয়া জানান যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তার আয় রোজগার না থাকায় বর্তমানে ঘরে কোন খাবার নেই। তার স্ত্রী সহ তিন মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে।

থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামান উক্ত কল পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশের মাধ্যমে আমান উল্লাহ এর নিকট পৌঁছে দিলেন ত্রান সামগ্রী।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.