Header Ads

মনোহরদীতে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন

Amp newsportal
নিউজ ডেস্ক :মনোহরদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৪৮তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে মনোহরদী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করছে বিভিন্ন অনুষ্ঠান। প্রতুষ্যে  মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজাম্মান, উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকাল সাড়ে ৮টায় মনোহরদী উপজেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
এছাড়া সপ্তাহব্যাপী আয়োজনে ১৬ ডিসেম্বর ঘিরে বিভিন্ন কর্মসূচী পালন করবে মনোহরদী উপজেলা প্রশাসন ।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.