Header Ads

ভেঙ্গে পরেছে নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা

Amp newsportal



নরসিংদী সদর হাসপাতালে কোন চিকিৎসক  নাই। রোগীরা চিকিৎসা  না পেয়ে মারা যাচ্ছে। কোন ডাক্তার নাই সরকারী হাসপাতালে।  দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই বয়স্ক রোগাক্রান্তদের বিষরয় এমন অবস্থানে চলে গেছে হাসপাতালগুলো।

দিনে দিনে রোগী ফিরিয়ে দেয়ার হার বেড়েই চলেছে। করোনাভাইরাস সংক্রমণের ভয়ে বেসরকারী হাসপাতালের চিকিৎসকরা পারতপক্ষে রোগী ভর্তি না করতে কর্তৃপক্ষকে নির্দেশনা দিচ্ছেন।  প্রায় প্রতিটি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছে। হাসপাতাল তো ভর্তি নিচ্ছেই না, চিকিৎসক না আসায় চেম্বারেও দেখানো যাচ্ছে না রোগীকে।

এদিকে সাধারণ রোগীদের চিকিৎসার সঙ্কটের একটি চিত্র পাওয়া যায় হাসপাতালের দিকে তাকালেও। করোনা আতঙ্কে হাসপাতালে রোগী আসাও অনেক কমে গেছে। আক্রান্ত হওয়ার শঙ্কায় অনেক চিকিৎসক বহির্বিভাগে রোগী দেখাও বন্ধ করেছেন।

নরসিংদীর  মাননীয় জেলা প্রশাসকের কাছে সাধারন মানুষের একটাই বিনিত অনুরোধ জেন সরকারি হাসপাতাল গুলুতে সাধারন মানুষ চিকিৎসকের  অভাবে না মরে সে দিকে নজর দেয়ার জন্য।


No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.